সরিষাবাড়ীতে "দূর্নীতি দমন প্রতিরোধে করণীয়" সভা

এফএনএস (এ.এস.এম জুলফিকার রহমান; সরিষাবাড়ী, জামালপুর) : "
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৪, ০২:২৫ এএম
সরিষাবাড়ীতে "দূর্নীতি দমন প্রতিরোধে করণীয়" সভা

দূর্নীতি বিরুদ্ধে তারুণ্যের একতা"গড়বে আগামীর শুদ্ধতা।এই প্রতিপাদ্যকে সামনে রেখে  জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে "দূর্নীতি দমন প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাহাদুর আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া। আরও উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার শায়লা নাজনীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বুলবুল আহমেদ, অগ্রণী ব্যাংকের সাবেক এজি এম আলহাজ্ব  আব্দুল জলিল ও উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ এবং সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের  সভাপতি  বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ, সরিষাবাড়ী প্রেস ক্লাবের সভাপতি সোলায়মান হোসেন ও সরিষাবাড়ী রিপোর্ট স ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন। এ ছাড়াও বিভিন্ন দপ্তর প্রধান,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত বক্তাগণ অত্যন্ত খোলা মেলা প্রাণবন্ত আলোচনার মাধ্যমে নিজেদের পরিবার,সমাজ অফিস আদালত সব স্থানে আত্মশুদ্ধির মাধ্যমে দূর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অঙ্গীকার  ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন। এবিষয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকরী ভূমিকা পালন করার আহ্বান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আন্নু মিয়া।

আপনার জেলার সংবাদ পড়তে