গাইবান্ধার বালাসি ঘাটে নৌকায় তরুণীকে ধর্ষণ, প্রেমিক গ্রেফতার

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) : | প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৫, ০৬:২৪ পিএম
গাইবান্ধার বালাসি ঘাটে নৌকায় তরুণীকে ধর্ষণ, প্রেমিক গ্রেফতার

গাইবান্ধার বালাসি ঘাট এলাকায় নৌকাভ্রমণের সময় প্রেমিকের হাতে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক সাদিকুল ইসলাম কনক (২৫) কে গ্রেফতার করেছে ফুলছড়ি থানা পুলিশ। তিনি গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের খেয়াঘাট এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী প্রেমিক সাদিকুলের সঙ্গে বেড়াতে গিয়ে বালাসি ঘাটে যান। পরে নৌকায় ঘুরতে ঘুরতে নির্জন স্থানে নিয়ে গিয়ে প্রেমিক তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর তরুণী নিজেই ফুলছড়ি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত কনককে গ্রেফতার করে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় একটি ধর্ষণ মামলা রুজু হয়েছে এবং আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়েছি। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে