বাবুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে আনন্দ র্যালি ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন হয়। বাবুগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি,আরিফুর রহমান রতন তালুকদারের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দ ওলিউল্লাহ সিদ্দিকি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল জেলা (দক্ষিণ) কৃষক দলের আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক এইচ এম মোহসীন আলম। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, বরিশাল জেলা (দক্ষিণ) কৃষক দলের সদস্য সচিব সফিউল আলম সফরুল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বাবুগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হানিফ হাওলাদার। এ সময়ে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা কৃষক দলের সহ-সভাপতি আল আমীন হোসেন কিশোর, রফিকুল ইসলাম, মিরাজ সরদার, বাবুগঞ্জ উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান সুমন জমাদার। সাংগঠনিক সম্পাদক মিরাজ শরীফ প্রমূখ।