টঙ্গীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোঃ জাকির হোসেন; বিশেষ প্রতিনিধি | প্রকাশ: ৭ মে, ২০২৫, ০৮:৫৫ পিএম
টঙ্গীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

গাজীপুরের টঙ্গী ৪৬নং ওয়ার্ড পিনাকি রোডে সার ফ্যাক্টরি বস্তিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধাবার দুপুরে প্রধান নির্বাহী বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: সোহেল রানার নেতৃত্বে অভিয়ান পরিচালিত হয়।

অভিযানকালে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় উপস্থিত ছিলেন,টঙ্গী জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো: জহিরুল ইসলাম, তত্ত¡বধায়ক প্রক্যেশলী সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী মো: আশরাফ হোসেন, সহ-প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আরিফুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রীক) মো: আমজাদ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী(বিদুৎ) তানভীর আহম্মেদ,কর-কর্মকর্তা আবুল ফয়েজ, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাতেন প্রমূখ।

প্রধান নির্বাহী বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: সোহেল রানা বলেন,সিটি কর্পোরেশন এর যায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পরিচ্ছন্ন নগর গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে