আ. লীগ নিষিদ্ধের দাবিতে আজও শাহবাগ অবরোধ

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১০ মে, ২০২৫, ১২:১৭ পিএম
আ. লীগ নিষিদ্ধের দাবিতে আজও শাহবাগ অবরোধ

আওয়ামী লীগ নিষিদ্ধসহ ৩ দফা দাবিতে রাজধানীর শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার সকাল ১০টার পর শাহবাগ মোড়ে ছাত্র-জনতাকে অবস্থান করতে দেখা যায়। তবে শাহবাগ অবরোধ করা শুক্রবার বিকাল থেকেই। 

তথ্য অনুযায়ী, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতা সকাল থেকেই শাহবাগে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তবে গতকালের মতো ব্যাপক লোক সমাগম নেই। শাহবাগ মোড়ের চারদিকের সড়কের মুখে ব্যারিকেড দিয়ে মধ্যবর্তী স্থানে বসে বিভিন্ন স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা।

স্লোগানে শুনা যায়, ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘একটা একটা লীগ ধর, ধরে দরে জেলে ভর’, ‘আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নেই’, ‘বিচার কর করতে হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’ সহ বিভিন্ন কথা।

এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের মঞ্চ থেকে হাসনাত আবদুল্লাহ বলেন, “ইন্টেরিমের (অন্তর্বর্তী সরকারের) কানে আমাদের দাবি পৌঁছায়নি। তাই আমরা সমাবেশস্থল থেকে শাহবাগ অবরোধে যাচ্ছি। দাবি না আদায় পর্যন্ত সেখানে অবস্থান করবো।”

সারজিস আলমের ৩ দাবি

শুক্রবারসন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে সারজিস আলম লিখেছেন, ‘প্রথমত আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয়ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে এবং তৃতীয়ত জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।’


শাহবাগে ফ্যাসিবাদ তৈরি, শাহবাগেই পতন 

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যে শাহবাগে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই শাহবাগেই ফ্যাসিবাদের চূড়ান্ত পতন ঘটবে। শুধু সময়ের অপেক্ষা। আমাদের জুলাইয়ের সকল শক্তির ঐক্যবদ্ধ লড়াই চলবে।’

আপনার জেলার সংবাদ পড়তে