শহীদ বুদ্ধিজীবী দিবসে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসন, পৌরসভা, সরকারি কলেজ ও মুক্তিযোদ্ধা সংসদ এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনীর নির্মম হত্যাকান্ডের শিকার শহীদ বুদ্ধিজীবী বীরসন্তানদের স্মরণে গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় গফরগাঁও পৌরশহরের লঞ্চঘাটা বধ্যভূমি স্মৃতিসৌধে পুস্পস্তর্বক অপর্ণ, দোয়া ও আলোচনা সভা আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ, সহকারি কমিশনার (ভূমি) আমির সালমান রনি, গফরগাঁও থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম, পাগলা থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা মোঃ সাইফুল আলম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শিক্ষক একেএম হাবিবুর রহমান ও শিক্ষক তর্কী আফসারী। সভাশেষে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নূর- ই আলম ভূঁইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান বীর মুক্তিযোদ্ধারা, শিক্ষক- শিক্ষার্থী, কলেজের বিএনসিসি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।