আগৈলঝাড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৪, ১২:০০ এএম
আগৈলঝাড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্্েযগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করেছে। গতকাল শনিবার সকালে উপজেলার রাজিহার ইউনিয়নের রাজিহার রাংতা গ্রামের ঐতিহাসিক কেতনার বিল পাত্রবাড়ি ৭১’র মহান মুক্তিযুদ্ধকালিন গণহত্যায় ওইখানে শহীদদের স্মরনে সরকারি ভাবে তৈরি করা স্মৃতিসৌধ ।  বুদ্ধিজীবি দিবস উপলক্ষে ওই স্মৃতিসৌধে ফুলদিয়ে শ্রোদ্ধানিবেদন করেন আগৈলঝাড়া উপজেলা নির্বার্হী অফিসার ফারিহা তানজিন। এছাড়াও উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিনের সভাপতিত্বে এক আলোচনা সভায়  অনুষ্ঠিত হয়।  সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো. সেকেন্দার আলী মৃধা, বীর মুক্তিযোদ্ধা ছেকেন্দার আলী তাজ, উপজেলা কৃষি কর্মকর্তা পিযুষ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রোজিনা আক্তার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আয়শা সুলতানা, সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকসহ প্রমুখ।  উল্লেখ্য, উপজেলার রাজিহার ইউনিয়নের রাজিহার (রাংতা) গ্রামের ঐতিহাসিক কেতনার বিল পাত্র বাড়ি ৭১’র মহান মুক্তিযুদ্ধকালিন ১৬ মে পাকিস্তানী হানাদার বাহিনীর বর্বোরচিত গণহত্যায় অগনিত মানুষ নিহত হয়। শহীদদের স্মরনে সরকারি ভারে এখানে তৈরি করা হয়েছে স্মৃতিসৌধ। ওই স্মৃতিসৌধে ৬২ জন শহীদদের নামের তালিকার লেখা রয়েছে।