নাসিরনগরে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর আওতায় মিলিয়নিয়ার অফার উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।দেশজুড়ে তোলপাড় ওয়ালটন পণ্য কিনে হতে পারেন আবারও মিলিয়নিয়ার এ প্রতিপাদ্যে নাসিরনগরে সিরাজিয়া ইলেকট্রনিক্স ওয়ালটন শোরুমের উদ্যোগে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (১৫ মে ) সকালে স্থানীয় শোরুম থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এসময় রিজিওয়ান সেলস ম্যানেজার( ওয়ালটন গ্রুপ) অনিক বড়ুয়া চৌধুরী, প্রিন্সিপাল অফিসার মাহমুদুল আলম, খান তোফায়েল ফরিদী, মোহাম্মদ মুক্তার হোসেন,
পরিচালক ও ওয়ালটন গ্রাহক এবং সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিরাজিয়া ইলেকট্রনিক্স ওয়ালটন এর পক্ষ থেকে জানানো হয়, সিজন-২২ চলাকালীন ক্রেতারা দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা অনলাইনে ই-প্লাজা থেকে পণ্য কেনার পর পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হচ্ছে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমে ওয়ালটনের কাছ থেকে ফিরতি এসএমএস-এর মাধ্যমে ক্রেতারা পাচ্ছেন আবারও মিলিয়নিয়ার হওয়ার সুযোগ। এছাড়া পাচ্ছেন কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।
নাসিরনগরের একমাত্র সিরাজিয়া ইলেকট্রনিক্স ওয়ালটন শোরুম থেকে ক্রেতাদের উপহার বুঝিয়ে দেওয়া হবে বলে শোরুমের মালিক আমজাদ হোসেন ফায়েজ জানান ।