সরাইলে বজ্রপাতে কিশোরের মৃত্যু

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১৭ মে, ২০২৫, ০১:৩৬ পিএম
সরাইলে বজ্রপাতে কিশোরের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বজ্রপাতে পলাশ মিয়া (১৭) এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায়  উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বন্দেরহাটি গ্রামে এই ঘটনা ঘটে।

পরিবার ও গ্রামবাসী জানায়, বন্দেরহাটির বাসিন্দা আলী মিয়ার ছেলে পলাশ মিয়া শুক্রবার সন্ধ্যায় বৃষ্টির সময়  ফুটবল খেলা শেষে বাড়ির অদুরে একটি পুকুরে গোসল করছিল। এ সময় হঠাৎ তীব্র গতিতে ঝড় ও বৃষ্টিপাত শুরু হয়। এক সময় বজ্রাঘাতে গুরুতর আহত হয় পলাশ। আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা  তাকে উদ্ধার করে  হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিশোর পলাশের আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউ,পি সদস্য মোঃ আরিজ মিয়া বজ্রপাতে কিশোর পলাশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে