শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষ করতে

লৌহজংয়ে ইয়াং মাস্টার স্পেলিং কনটেস্ট-২০২৫ প্রস্তুতিমূলক সভা

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২০ মে, ২০২৫, ১২:১২ পিএম
লৌহজংয়ে ইয়াং মাস্টার স্পেলিং কনটেস্ট-২০২৫ প্রস্তুতিমূলক সভা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত হলো  ইয়াং মাস্টার স্পেলিং কনটেস্ট-২০২৫ প্রস্তুতিমূলক সভা।

সোমবার (১৯ মে) বিকেল ৪টার দিকে উপজেলার প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সহকারী উপজেলা নির্বাচন অফিসার মো.জুয়েলের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন, লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নেছার উদ্দিন, লৌহজং উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল ইমরান, সরকারি লৌহজং কলেজের উপাধ্যক্ষ শহিদুর রহমান সিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  মাকসুদুর রহমান, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার আবুল বাসার মো. বাহাউদ্দীন, একাডেমিক সুপারভাইজার সোহেল হায়দার খান, শরিফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশিরুল ইসলাম, ভাওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক সরদার, লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস হেলাল।

এ সময় উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে