আম রপ্তানির সুবিধার্থে রাজশাহী থেকে কার্গো বিমান চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন। একই সঙ্গে রাজশাহী অঞ্চলের আম রপ্তানির জন্য গড়ে তেলা হবে প্রক্রিয়াজাতকরণ ও প্যাকিং হাউস। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের আম রপ্তানিকারক ও আম ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন আনোয়ার হোসেন।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ মত বিনিময় সভার আয়োজন করে।
আনোয়ার হোসেন বলেন, চাঁপাইনবাবগঞ্জসহ কয়েকটি জেলায় বিপুল পরিমান রপ্তানিযোগ্য আম উৎপাদন হচ্ছে। এ বছর চীনে এক লাখ ২০ হাজার মেট্রিক টন আম রপ্তানি করা হবে। রপ্তানি সহজ করতে চাঁপাইনবাবগঞ্জে ১০ টি আমের হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হবে। এছাড়া রাজশাহী বিমানবন্দর থেকে কার্গো বিমান চালুর পরিকল্পনা রয়েছে। কার্গো বিমান চালু হলে রাজশাহীর আশেপাশে গড়ে তোলা হবে প্রক্রিয়াজাতকরণ ও প্যাকিং হাউস। ইপিবি’র ভাইস চেয়ারম্যান আরও বলেন, শুধু আম নয়, আমের প্রক্রিয়াজাত ও উপজাত পণ্য উৎপাদন করে রপ্তানি করতে হবে। এজন্য উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।
সম্প্রতি স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা প্রসঙ্গে আনোয়ার হোসেন বলেন, আমরা সরকার ও ব্যবসায়ীদের অনুরোধ করেছি দুইভাবে। সরকারিভাবে যাতে এ নিয়ে আলোচনার পথ তৈরী করেন কূটনৈতিক বা সচিব পর্যায়ে। পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীরাও যাতে দুই দেশের সরকারের সঙ্গে আলোচনা করেন। রপ্তানি নিষেধাজ্ঞায় শুধুমাত্র বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে না পার্শ্ববর্তী দেশের ব্যবসায়ী মহলেও উদ্বেগের কারণ রয়েছে। তবে সবচেয়ে ভাল বিষয় হচ্ছে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে গভীর ও দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আমরা বিশ্বাস করি দুই দেশের ব্যবসায়ীরা নিজ নিজ দেশের সরকারের সঙ্গে আলোচনা করবেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। অনুষ্ঠানে জেলার আম উৎপাদনকারী, রপ্তানিকারক ও ব্যবসায়ীরা অংশ নেন।