জামালপুরে শার্প কোম্পানীর লিফটস একমাত্র আমদানী কারক প্রতিষ্ঠান (সামারনাজ লিফটস কোম্পানী লিঃ)এর নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। ১৪ডিসেম্বর (শনিবার) দুপুরে শহরের আমলাপাড়া পানিট্যাংকি সংলগ্ন জাহানারা আলী নীড় নীচতালা অফিস উদ্বোধন করা হয়। এ উপলক্ষে জামালপুর শহরের সূধীজনসহ গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সামারনাজ লিফটস কোম্পানী লিঃ এর জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার আমিনুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সামারনাজ লিফটস কোম্পানী লিঃ ব্যাবস্থাপনা পরিচালক মো. জামাল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন,সরকারী আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ ড. মুজাহিত বিল্লাহ ফারুকী। এসময় উপস্থিত ছিলেন এভারগ্রীন লাইফ জেনারেল হাসপাতাল লিঃ এর চেয়ারম্যান প্রফেসর হারুন অর রশিদ,জামালপুর সেন্ট্রাল হসপিটাল লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান বাপ্পিসহ অন্যান্য সূধী বৃন্দ।