নাচোলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এফএনএস (মোঃ আবদুস সাত্তার; নাচোল, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ২২ মে, ২০২৫, ০৫:৩৪ পিএম
নাচোলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে নাচোল থানাপুলিশ। নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি)মনিরুল ইসলাম জানান, উপজেলার সদর ইউনিয়নের নাচোল-আড্ডা সড়কের গনইর গ্রামের কারিতাস অফিসের পাশে ওয়াক্তিয়া মসজিদের ভিতরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে স্থানীয় জনসাধারণ ও ইউপি সদস্যের সহযোগিতায় লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে নাচোল থানায় একটি অপমৃত্যু মামলা দ্বায়ের হয়েছে। স্থানীয়রা জানান, ২২মে ফজরের নামাজে আসা মসজিদের মুসল্লীগণ ওই অজ্ঞাত ব্যক্তিকে মসজিদের বাইরে বসে থাকতে দেখেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে