ময়মনসিংহের গফরগাঁও বাজারে তিন দোকানে চুরি সংগঠিত হয়েছে। গত শনিবার রাতে গফরগাঁও পৌর শহরের ষ্টেশন রোড ও কলেজ রোডে এসব চুরির ঘটনা ঘটে। জানা যায়, পৌর শহরের ষ্টেশন রোডের ড্রীম টেলিকমের রিপন মিয়ার দোকান, ঢালী জামানের কম্পিউটারের দোকান ও কলেজ রোডের রহমত উল্লার বিকাশের দোকানে তালা কেটে নগদ টাকা, মোবাইলসেট ও প্রিন্টার চুরি করে নিয়ে যায় চোরেরা। ড্রীম টেলিকমের মালিক রিপন মিয়া জানান, দোকানের তালা কেটে মোবাইলসেটসহ নগদ টাকা চুরি করে নেয় চোরের দল। একের পর এক চুরির ঘটনায় বাজার ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, চুরির ঘটনায় কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।