মুর্তি ভেঙে পালানোর সময় যুবক আটক

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ৪ জুন, ২০২৫, ০৬:২৯ পিএম
মুর্তি ভেঙে পালানোর সময় যুবক আটক

মন্দিরের মুর্তি ভেঙে পালানোর সময় সজীব ওরফে কালু সরদার (১৯) নামের এক যুবককে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (৪ জুন) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার জঙ্গলপট্টি গ্রামের রাম কৃষ্ণ দের বাড়িতে। 

আটককৃত যুবক সজীব উপজেলার ভীমেরপাড় গ্রামের মৃত এসকেন্দার আলী সরদারের ছেলে।

ওই বাড়ীর বাসিন্দা নারায়ন চন্দ্র দে জানান, দুপুর সাড়ে বারোটার দিকে বসত বাড়িতে ঢ়ুকে রাম কৃষ্ণ মন্দিরের মুর্তি ভেঙে পালানোর সময় স্থানীয়রা সজীব নামের ওই যুবককে হাতেনাতে আটক করে বেঁধে রাখে। পরে থানায় খবর দিয়ে পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে। 

আটককৃত যুবক সজীবের গ্রামের একাধিক বাসিন্দারা জানিয়েছেন, ভবঘুরে সজীবের চুরির স্বভাব রয়েছে। 

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি আটককৃতকে জিজ্ঞাসাবাদ চলছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে