বিজয় দিবস উপলক্ষ্যে গফরগাঁওয়ে বিএনপির বিজয় র‌্যালি

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৪, ১১:৩৯ পিএম
বিজয় দিবস উপলক্ষ্যে গফরগাঁওয়ে বিএনপির বিজয় র‌্যালি

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় র‌্যালি বের করেছেন গফরগাঁও উপজেলা ও পাগলা থানা বিএনপি। গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ টায় পৌরশহরের ইমামবাড়ি ঈদগাহ মাঠে থেকে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট আল ফাত্তাহ্ খানের নেতৃত্বে এই বিশাল বিজয় র‌্যালিটি বের হয়। দলের হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে বিশাল বিজয় র‌্যালিতে অংশ নেন। পরে  র‌্যালি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট আল ফাত্তাহ্ খান।

এসময় আব্দুল মালেক, আমির হোসেন পালোয়ান, নজরুল ইসলাম খান, মোকসেদুজ্জামান লিটন, দিদারুল ইসলাম, খলিল খান, মিজানুর রহমান দীপ্ত , মোকলেছুর রহমান, মোজাহিদুল কবির সেলিম, মাহমুদুল হাসান, সুখেন আকন্দসহ হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে