নাসিরনগরে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাহী পরিষদের সভা

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১০ জুন, ২০২৫, ০১:৪৪ পিএম
নাসিরনগরে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাহী পরিষদের সভা

বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার নির্বাহী পরিষদের আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। "ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত" এই শ্লোগানকে সামনে রেখে  আজ মঙ্গলবার (১০ জুন ) সকালে হাসপাতাল মসজিদ প্রাঙ্গণে নির্বাহী পরিষদের সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা মো: আবদুস ছাত্তার।

সাধারণ সম্পাদক মো: গিয়াস উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার প্রধান উপদেষ্ঠা ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা সাইফুল্লাহ মোহাম্মদ বিন আনসারী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির শুরার সদস্য  মাওলানা সামছুদ্দিন, উপজেলা শাখার উপদেষ্ঠা হাফেজ হুসাইন আহমেদ খান,সহ-সভাপতি  মাওলানা মো: ইসলাম উদ্দিন ফারুকী,মাওলানা  মোজাহিদুল ইসলাম , মাওলানা আবদুল হান্নান, মাওলানা মোহাম্মদ আমানুল্লাহ  ।

সভায় বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মিজান বিন আবদুল হক,মুফতি সাইদুর রহমান,মাওলানা ফখরুল ইসলাম,মাওলানা ইসমাইল বুখারি, মাওলানা কামরুজ্জামান,মাওলানা ফরিদ উদ্দিন পাঠান,প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হোসাইন আহমেদ নুরপুরী,কামরুল ইসলাম, জেলা শ্রমিক মজলিসের সভাপতি সাকিল আলম, হাফেজ  মাওলানা রফিকুল ইসলামসহ বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নির্বাহী পরিষদের সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর)আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী   হাফেজ মাওলানা সাইফুল্লাহ মোহাম্মদ বিন আনসারীর পক্ষে দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান । পরে দেশ জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হাফেজ মাওলানা সাইফুল্লাহ মোহাম্মদ বিন আনসারী বলেন  সারাদেশে বাংলাদেশ খেলাফত মজলিসের এক নতুন গণজাগরণ তৈরী হয়েছে। দলে দলে আলেম উলামাসহ সর্বস্তরের সাধারণ মানুষ সংগঠনে যোগদান করছেন। গণজাগরণকে কাজে লাগিয়ে নাসিরনগরে সাংগঠনিক কার্যক্রমকে আরো জোরদার ও গতিশীল করতে হবে। সভায় সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার ও গতিশীল করতে  বিভিন্ন সাংগঠনিক পরিকল্পনা গ্রহণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে