রামগতিতে বিজয় দিবসের আলোচনা সভা

এফএনএস (নজরুল ইসলাম; রামগতি, লক্ষ্মীপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৪, ০১:৫১ এএম
রামগতিতে বিজয় দিবসের আলোচনা সভা

লক্ষ্মীপুরের রামগতিতে বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রাশসন। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রশাসক সৈয়দ আমজাদ হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. সাহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবদুল বাসেত জিহাদি, উপজেলা বিএনপির আহবায়ক মো. জামাল উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, উপজেলা জেএসডি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, সমাজসেবা কর্মকর্তা বজলুর রহমান, এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কবৃন্দ। সভা শেষে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে ক্রেস্ট প্রদান ও খাওয়ার বিতরণ করা হয়। 

এর আগে জাতীয় পতাকা উত্তোলন, ৩১ বার তোপধ্বনি এবং উপজেলা পরিষদ প্রাঙ্গনে শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পন মধ্য দিনে বিজয় দিবসের কর্মসূচি শুরু করা হয়। এছাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিজয় মেলার বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে ১২ টি স্টলে নানান রকমের প্রদর্শনী করা হয়।


আপনার জেলার সংবাদ পড়তে