ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আত্মপ্রকাশ

এফএনএস (টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহ) : : | প্রকাশ: ১২ জুন, ২০২৫, ০৫:৫৬ পিএম
ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আত্মপ্রকাশ

“ঝিনাইদহের উন্নয়নে আমরা সবাই একসাথে” শ্লোগান নিয়ে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আত্মপ্রকাশ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়। কমিটি জেলার শিক্ষা, চিকিৎসা ও যোগযোগের উন্নয়নসহ ক্লিন ঝিনাইদহ গড়তে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন সংগঠনের আবু সালেহ। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন ইনজামামুল হক ও আল মিরাজ। এরপর ঝিনাইদহের শিক্ষা যোগাযোগ ও চিকিৎসাসহ ইতিহাস, ঐতিহ্য, উন্নয়ন এবং সাম্ভাবনা নিয়ে আলাদা আলাদা তিনটি প্রমান্য চিত্র প্রদর্শন করা হয়। কমিটির আত্মপ্রকাশের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সভাপতি আশরাফুল ইসলাম। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার মোস্তাফিজুর রহমান, শিল্পপতি প্রকৌশলী কামরুল ইসলাম, হৃদ রোগ বিশেষজ্ঞ একেএম কামাল হোসেন, ঝিনাইদহ সদর হাসপাতালে গাইনি কনসালটন্ট মাফিয়া খাতুন, সামাজিক সংগঠক গাউছ গোর্কি, ডাক্তার মো. হাসানুজ্জামান,সরকারী কেসি কলেজের সাবেক শিক্ষক শেখ মোহাম্ম্মদ আলী,ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ কাজল, সাবেক শিক্ষা অফিসার মেশারফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান অনুষ্ঠান থেকে জেলার চিকিৎসার উন্নয়নে আগামি ১৪ জুন সকালে মানববন্ধন কর্মসূচির ঘোষনা করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে