ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ পারাপারের সময় নারী-শিশুসহ ৩০ জনকে আটক করেছে ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়াও পৃথক অভিযানে ভারতীয় মাদক জব্দ করা হয়েছে।বুধবার রাত সাড়ে ৮টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন,কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার বালাটারি গ্রামের গফফার আলীর ছেলে লাভলু হক(৪৫),একই উপজেলার বড়াল গ্রামের সমীর উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৪৫),বড়াল গ্রামের জাদি মুকদিন এর ছেলে আপেল মামুন (৪০),কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার আটিয়া গ্রামের হুজুর আলীর ছেলে আবুল কালাম (৪৫),একই গ্রামের আবুল কালামের ছেলে আতিকুল ইসলাম(১৮),কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার কবিরের ভিটা গ্রামের জসমত আলীর ছেলে রাজু মিয়া (৪৩),জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার দারসা গ্রামের আব্দুল আলীম খাঁর ছেলে আব্দুস সামাদ(২৫)। আটককৃতদের মধ্যে ৭ জন নারী ও ১৪ জন শিশু রয়েছে। এছাড়া উপজেলার নতুনপাড়া,গয়েশপুর,যাদবপুর,উথলী,মাধবখালী,খোশালপুর সীমান্তে অভিযান চালিয়ে ৭৭ বোতল ভারতীয় ফেনসিডিল,১৯২ পিচ যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আটককৃত নারী ও পুরুষের নামে মামলা দায়েরের মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।