পাটকেলঘাটায় বিদ্যুৎ স্পর্শে স্কুল ছাত্রের মৃত্যু

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৫ জুন, ২০২৫, ০৮:৫১ পিএম
পাটকেলঘাটায় বিদ্যুৎ স্পর্শে স্কুল ছাত্রের মৃত্যু

সাতক্ষীরার পাটকেলঘাটার পারকুমিরা গ্রামে এক স্কুল ছাত্রের বিদ্যুৎ স্পর্শে করুন মৃত্যু হয়েছে । এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । পারিবারিক সুত্রে জানা গেছে প্রতিদিনের ন্যায় ঐ স্কুল ছাত্র মাহফুজ আলী (১৫) তার বাড়ীর পাশে একটি মৎস্য ঘেরের পাশে ফুটবল খেলতে গিয়েছিল। খেলা শেষে মাহফুজ আলী ঘেরের মধ্যে গোসল করতে যায়। এ সময ঘেরে বিদ্যুৎ এর তার শরীরে স্পর্শ করে তাকে ধরে ফেলে। এ সময় মাহফুজ ঘটনাস্থলে মারা যায়। তার মৃত্যুর খবরে তার পরিবারের মধ্যে কান্নার রোলে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে । নিহত মাহফুজ পার কুমিরা গ্রামের মহব্বত আলীর পুত্র । পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW