পিরোজপুরে ইয়াবাসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ১৭ জুন, ২০২৫, ০৪:৪২ পিএম
পিরোজপুরে ইয়াবাসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার

নাজিরপুর উপজেলায় ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে  গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতাকৃতরা হলো পিরোজপুর সদর উপজেলার শিকারপুর গ্রামের মোঃ টিপু হাওলাদারের ছেলে লিমন হাওলাদার জিহাদ (২১) এবং  নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের মোঃ চান মিয়ার  ছেলে রুবেল মিয়া (৩২)।

মঙ্গলবার ওই ২ জনকে পুলিশ আদালতে পাঠালে আদালত তাদেরকে  জেল হাজতে পাঠান বলে জানিয়েছেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া।  

পুলিশ জানায়, সোমবার রাতে  শ্রীরামকাঠি বন্দরের ফেরিঘাট এলাকায় দুই ব্যক্তির চলাফেরা সন্দেহজনক মনে হলে শ্রীরামকাঠী বন্দরের ব্যাবসায়ী মাসুম ও আরিফসহ স্থানীয় জনতা তাদেরকে আটক করে। এ সময়ে তাদের কাছে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। খবর পেয়ে নাজিরপুর থানার এস আই মোঃ সরোয়ার হোসেনের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে ইয়াবাসহ ওই দু’জনকে গ্রেফতার কওে থানায় নিয়ে যান।  

নাজিরপুর থানার ওসি জানান, শ্রীরামকাঠী বন্দরের স্থানীয় জনতা ওই দুই ব্যক্তিকে ধওে থানায় খবর দিলে এস আই সরোয়ারের ও এস আই রহমতের নেতৃত্বে অভিযান টিম সেখানে উপস্থিত হয়ে আটক দুই জনকে ৪৮০ পিস  ইয়াবাসহ থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আসামীদের মঙ্গলবার সকালে আদালতে পাঠালে আদালত তাদের জেল হাজতে পাঠায়।