ভাঙচুর করা মোটরসাইকেল ফেরত দিয়েছে হামলাকারীরা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৮ জুন, ২০২৫, ০৬:০৮ পিএম
ভাঙচুর করা মোটরসাইকেল ফেরত দিয়েছে হামলাকারীরা

অবশেষে স্থানীয়ভাবে হামলাকারী ছাত্র ও যুবদল কর্মীদের সাথে মধ্যস্থতার পর বুধবার (১৮ জুন) সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের কর্মীর ভাঙচুর করা মোটরসাইকেল ও মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বিল্বগ্রাম এলাকার।

বুধবার দুপুরে যুবলীগ কর্মী সোহেল হাওলাদার সানু অভিযোগ করে বলেন, মঙ্গলবার (১৭ জুন) বিকেলে মোটরসাইকেলযোগে হাপানিয়া গ্রামের নিজ বাড়িতে ফিরছিলাম। পথিমধ্যে বিল্বগ্রাম পাল বাড়ির সামনে পৌঁছলে স্থানীয় ছাত্র ও যুবদল কর্মীরা পথরোধ করে আমাকে বেধরকভাবে পিটিয়ে গুরুত্বর আহত করে। এসময় হামলাকারী বায়েজিদ সরদার, জুয়েল সরদার, সলেমান, ইমন ও মুরাদসহ তাদের অন্যান্য সহযোগিরা আমার মোটরসাইকেল, হেলমেট, মোবাইল ও দুই হাজার সাতশ’ টাকা ছিনিয়ে নেয়।

সোহেল হাওলাদার আরও জানান, স্থানীয়ভাবে বুধবার সকালে হামলাকারীদের সাথে মধ্যস্থতার পর আমার ভাঙচুরকৃত মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার করা হলেও হেলমেট এবং টাকা তারা ফেরত দেয়নি। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে