দৌলতখান মহিলা কলেজের এডহক কমিটির সভাপতি মোঃ ওবায়দুল হক

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ২২ জুন, ২০২৫, ১২:৫৮ পিএম
দৌলতখান মহিলা কলেজের এডহক কমিটির সভাপতি মোঃ ওবায়দুল হক

বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আলহাজ্ব মোঃ ওবায়দুল হককে  ভোলার দৌলতখান মহিলা কলেজ ও আলী আসরাফ মহাবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে। গত ১৮ জুন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রনিধানমালা '২০২৪ এর ৬৪ ধারা মোতাবেক কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোঃ লিয়াকত হোসেন স্বাক্ষরিত প্রেরিত পত্রে মোঃ ওবায়দুল হককে দৌলতখান মহিলা কলেজের  এডহক কমিটির সভাপতি হিসেবে অনুমতি দিয়ে ৪ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন প্রদান করা হয়। অনুমতি পত্রে পদাধিকার বলে  কলেজের অধ্যক্ষ মোঃ জাবির হাচনায়ঈনকে কমিটির সদস্য সচিব করা হয়। এর আগে গত ২২ এপ্রিল উপজেলার আলী আসরাফ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল মোঃ ওবায়দুল হককে ওই কলেজেরও এডহক কমিটির সভাপতি ও প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মেহেদী মাসুদকে সদস্য সচিব করে ৪ সদস্যের কমিটির অনুমোদন দেয়। ওই কলেজ দুইটির এডহক কমিটির সভাপতি হওয়ার পর মোঃ ওবায়দুল হক জানান, শিক্ষার মান উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষক অভিভাবকসহ সকলের সহযোগিতা নিয়ে মানসম্মত শিক্ষা, শিক্ষার গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে ও কলেজের উন্নয়নের জন্য চেষ্টা করে যাবো। বর্তমানে তিনি  জনতা ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন। 

অভিনন্দন : মোঃ ওবায়দুল হক দৌলতখান  উপজেলার সৈয়দপুর চরশুভী গ্রামে এক সম্ভ্রান্ত তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন। তাকে দুইটি কলেজের এডহক কমিটির সভাপতি  মনোনীত করায় দৌলতখানের সামাজিক ও সংস্কৃতিক ব্যক্তিবর্গ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে