কলারোয়ায় মালয়েশিয়ায় প্রবাসীর স্ত্রীর উপর হামলা, শিশুর চোখ নষ্ট করে দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে- বুধবার(২৫জুন) বেলা ১১টার দিকে উপজেলার কুশোডাঙ্গা গ্রামে। আহত প্রবাসীর স্ত্রী সারমিন আকতার রিপা(২৭) বলেন, তার স্বামী নামজুল হোসেন ১০ মাসের একটি শিশু কন্যা সন্তান ও তার অন্ধ মা ছবিরন বেগম (৫৫) কে বাড়িতে রেখে মালয়েশিয়ায় চলে যান। এর কিছু দিন পর থেকে শুরু হয় তার উপর হয়রানী ও নির্যাতন। প্রতিবাদ করলে বাড়িতে এসে হামলা করে মারপিট করে। এমন কি বসত ঘর-বাড়ি ও জমি দখলের চেষ্টা করে। তিনি বলেন পাশ্ববর্তী চা-শশুর রেজাউল ইসলাম তার স্ত্রী সুন্দরী বেগম ও আরিজুল, রোকেয়া প্রায় সময় তুচ্ছ ঘটনা নিয়ে আক্রমন করে। তার ওই ধারাবাহিকতায় গত বুধবার বেলা ১১টার দিকে তার বাড়ীর সীমানায় প্রতিবেশি সুন্দরী বেগম বাশের কুঞ্চি পোতা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে
রেজাউল ইসলাম, আরিজুল ইসলাম ও রোকেয়া খাতুনের হুকমে সুন্দরী বেগমের হাতে থাকা লোহার সাবল নিয়ে হামলা করে। প্রবাসীর স্ত্রীর উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে নিলাফোলা জখম করে জোরপুর্বক গলা থাকা স্বর্ণের চেইন, তিনটি আংটি ছিনিয়ে নেয়। গুরুত্বর আহত অবস্থায় এলাকাবাসী প্রবাসীর স্ত্রী রিপাকে উদ্ধার কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করে। এর আগে পুর্বশত্রুতার জের ধরে ওই ব্যক্তিরা দলবদ্ধ হয়ে ১০ বছরের শিশু সুমাইয়ার একটি চোখ খুচা দিয়ে নষ্ট করে দেয়। ওই শিশু বর্তমানে চোখ দিয়ে দেখতে পায় না।এঘটনায় তিনি ন্যায় বিচার দাবী করেছেন।