দৌলতপুরে ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক সভা

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৭ জুন, ২০২৫, ০৮:০৭ পিএম
দৌলতপুরে ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক সভা

কুষ্টিয়ার দৌলত উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে এক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তৌফিকুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হোসেন আহমেদ( স্বপন), উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন)। এ সভায় চলমান করোনা ভাইরাস  ও ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।  শেষে মশা নিধন স্প্রে মেশিন দিয়ে উপজেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ  স্থানে স্প্রে করা হয়।