ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের চুন্টায় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ব্যারিষ্টার রূমিন ফারহানার আগামী শনিবারের (আজ) কর্মী সভা প্রতিহতের ঘোষণা দিয়েছেন স্থানীয় বিএনপি’র একাংশের নেতা কর্মীরা। গতকাল শুক্রবার কর্মী সভা বন্ধের দাবীতে বিএনপি নেতা মো. লিয়াকত মিয়া ও ইউপি বিএনপি’র সাধারণ সম্পাদক হাফেজ মনিরূল ইসলাম সেলিমের নেতৃত্বে উপজেলার চুন্টা বাজারে বিক্ষোভ মিছিল করেছেন। রূমিন ফারহানার কর্মী সভাস্থলে শনিবার সকালে কর্মী সভা আহবান করেছেন মনিরূল ইসলাম। ফলে চুন্টায় বিএনপি’র দু’গ্রূপে উত্তেজনা বিরাজ করছে। তবে ইউপি বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বলছেন, বিষয়টি কিছুই না। উপজেলা বিএনপি’র কতিপয় নেতার ইন্ধনে হঠাৎ তারা এমনটি করছেন। তারা রূমিন ফারহানার লোকজনের সাথে মিলতে কৌশল করছেন। আমাদের কর্মী সভা যথাস্থানে যথাসময়ে হবে।
দলীয় ও স্থানীয় একাধিক সূত্র জানায়, চুন্টার সেনবাড়িতে দলের তৃণমূল নেতা কর্মীকে উজ্জীবিত ও দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা ছড়িয়ে দিতে গত ১২-১৪ দিন আগেই কর্মী সভা করার ঘোষণা দিয়েছেন স্থানীয় বিএনপি’র একাংশের নেতা কর্মীরা। সেখানে প্রধান অতিথি থাকবেন ব্যারিস্টার রূমিন ফারহানা। চলছে তাদের প্রচার প্রচারণা। কিন্তু গত বৃহস্পতিবার রাত থেকে রূমিন ফারহানার কর্মী সভা নিয়ে চুন্টা বিএনপি’র আরেক অংশের নেতা কর্মীদের মধ্যে চলছে নানা গুঞ্জন। গত শুক্রবার সকালে মনিরূল ইসলামের নেতৃত্বে রূমিন ফারহানার কর্মী সভা বন্ধের দাবীতে একটি বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে সেনবাড়িতে এক পথ সভায় মিলিত হন। সভায় বক্তব্য রাখেন- ইউপি বিএনপি’র সহসভাপতি আতর আলী, সাধারণ সম্পাদক মো. মনিরূল ইসলাম সেলিম, উপজেলা বিএনপি নেতা মো. লিয়াকত আলী, যুগ্ম সম্পাদক মো. জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন মিয়া, ইউপি জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আবুল কালাম, ইউপি যুবদলের সাবেক সম্পাদক (বহিস্কৃত) মো. সামছুল হক, ইউপি ছাত্রদলের সভাপতি মো. মাহবুব ও সম্পাদক মো. খালেক মিয়া। বক্তারা বলেন- চুন্টায় আওয়ামী লীগের কতিপয় দোসর রূমিন ফারহানাকে এনে কর্মী সভা করার চেষ্টা করছেন। এরা বিএনপি’র কেউ না। এদের অনেকের বিএনপিতে কোন পদ পদবী নেই। রূমিন ফারহানা কেন্দ্রীয় নেত্রী আমরা উনাকে সম্মান করি। আমরাও উনার সভায় সহযোগিতা করব। তবে উনাকে উপজেলা বিএনপি’র সাথে সমন্বয় করে আসতে হবে। আমাদেরকে কিছু না বলে উপজেলা বিএনপি’র সাথে সমন্বয় না করে এখানে চুন্টায় কর্মী সভা করতে দেয়া হবে না। এর ব্যতিক্রম করলে আমার সভা প্রতিহত করব। যেকোন ধরণের বিশৃঙ্খলাও হতে পারে। সভা থেকে একই দিন একই স্থানে সকালে কর্মী সভা আহবান করেছেন। রূমিন ফারহানার কর্মী সভার আয়োজকদের একজন ইউপি বিএনপি’র সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান নান্নু বলেন, ১৪ দিন পূর্ব থেকে সভার ঘোষণা ও প্রস্তুতি চলছে। তাদের সাথে আমাদের সর্বক্ষণ দেখা সাক্ষাৎ হচ্ছে। কথা বার্তা হচ্ছে। তারা তো এতদিন এই বিষয়ে কিছুই বলেননি। হঠাৎ করে আজকে বিক্ষোভ মিছিল সভা। এটা উপজেলা বিএনপি’র কতিপয় নেতার ইন্ধনে হচ্ছে। তৃণমূলকে জাগ্রত ও তারেক রহমানের ৩১ দফা প্রচার বাস্তবায়নের বিষয়ের কর্মী সভা চুন্টায় হবে ইনশাল্লাহ। সরাইল থানার অফিসার ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী বলেন, চুন্টার বিষয়টি আমাদের নলেজে আছে। নজরদারীও রাখছি।