ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ব্যারিষ্টার রূমিন ফারহানার কর্মী সভা প্রতিহত করতে মাঠে অবস্থান করছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতা কর্মীরা। পূর্ব ঘোষিত এই সভার প্রতিবাদে বিএনপি’র সম্পাদক মনিরূল ইসলামের নেতৃত্বে আজ শনিবার সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত চুন্টা বাজারে কাল পতাকা মিছিল করেছেন তারা। আবারও মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে আজ বেলা ২টার সেখানে অবস্থান করছেন ইউএনও ও ওসি। তারা বলছেন রূমিন ফারহানার সভা করতে কোন সমস্যা হবে না। দলীয় ও স্থানীয় একাধিক সূত্র জানায়, আন্দোলনকারীরা বলছেন, তাদের দাবী স্থানীয় বিএনপিকে উপেক্ষা করে আওয়ামী দোসর ও বিএনপি’র সাবেক কতিপয় নেতা এই সভার আয়োজন করেছেন। এটা হতে পারে না। তারা আবারও মিছিল করার জন্য রূমিন ফারহানার সভা মঞ্চের ১০০ ফুট দূরে জড়ো হচ্ছেন। কর্মী সভার আয়োজকদের অন্যতম চুন্টা ইউপি বিএনপি’র সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান নান্নু বলেন, বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মনিরূল ইসলাম সেলিম গত দুইদিন ধরেই সভা প্রতিহতের ঘোষণা দিচ্ছেন। আবার আজকে বলেছেন বেলা ২টার মধ্যে তাদের সাথে কথা না বললে মঞ্চ ভেঙ্গে ছুড়ে সমান করে ফেলবেন। সকালের দিকে বাজারের একটি মার্কেটে সেলিমের নেতৃত্বে একটি কাল পতাকা মিছিল হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলছেন, এক গ্রূপের মঞ্চ তৈরী প্যান্ডেল নির্মাণ চলছে। অপর গ্রূপ বাজারে কালো পতাকা মিছিল করছে। সভা প্রতিহতের নানা হুমকি দিচ্ছেন। উভয় গ্রূপ যারযার সিদ্ধান্তে অনড় থাকায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে আজ সকাল থেকে সেখানে সরাইল থানার পুলিশ অবস্থান করছেন। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন বেলা তিনটার দিকে বলেন, আমি সরজমিনে অবস্থান করছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। বিএনপি নেত্রী রূমিন ফারহানার সভা হবে। কোন ধরণের সমস্যা বা বিশৃঙ্খলা নেই।
প্রসঙ্গত: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা তৃণমূলে ছড়িয়ে দিতে ও নেতা কর্মীদের উজ্জীবিত করতেই আরো ১৪-১৫ দিন পূর্বেই চুন্টায় ব্যরিষ্টার রূমিন ফারহানা কর্মী সভা করার ঘোষণা দিয়েছেন। প্রচার প্রচারণাও চলছিল ঠিক মত। হঠাৎ করে গত ২ দিন আগ থেকে একটি গ্রূপ ওই সভা বন্ধের দাবীতে মাঠে নামে। প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করছেন। আজ বিকেল সাড়ে ৪টায় ওই সভা হওয়ার কথা।