কোটচাঁদপুরে প্রকৌশলীর দূর্নীতির অভিযোগ, ছাত্র আন্দোলনের প্রতিবাদ

এফএনএস (কাজী মৃদুল; কোট চাঁদপুর, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৯ জুন, ২০২৫, ০৪:২৫ পিএম
কোটচাঁদপুরে প্রকৌশলীর দূর্নীতির অভিযোগ, ছাত্র আন্দোলনের প্রতিবাদ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা উন্নয়ন সহায়তা খাতের টাকা কাজের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কাজ অনুযায়ী মাত্রাতিরিক্ত টাকার প্রকল্প তৈরী করে (জঋছ পদ্ধতিতে) লাখ লাখ টাকা পকেটাস্থ করেছেন উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ কুমার কুণ্ডু। এদিকে আজ (২৯/০৬/২০২৫) রোববার সকালে উপজেলা প্রশাসনে বিভিন্ন দুর্নীতির অভিযোগে এনে বিক্ষোভ সমাবেশ করেছে কোটচাঁদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নিয়ম বহিরভর্ূূত ভাবে এডিপির কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদারদের সহায়তায় টাকা উত্তোলনের গুরুতর অভিযোগও উঠেছে উপজেলা প্রকৌশলী বিরুদ্ধে।   

কোটচাঁদপুর উপজেলা পরিষদের সীমানা প্রাচীরের উপর গাছের ডাল ভেঙ্গে পড়ে ৭ থেকে ৮ ফুট প্রাচীর ক্ষতিগ্রস্থ হয়। এ প্রাচীর আংশিক নির্মাণ ও নতুন কমপ্লেক্স ভবনের পিছনে পুকুর পাড়ে মাটি ভরাট এবং প্যালাসাইটিং করণের দোহায় দিয়ে ২০ লাখ টাকার প্রকল্প দেখান। এখানে প্যালাসাইটিং করণের একই কাজ (আংশিক-০১ ও আংশিক-০২) ২বার দেখানো হয়েছে। মাটি ভরাটে ক্ষেত্রে নামমাত্র ১০হাজার ৪শত টাকায় ৮ ট্রাক্টর মাটি দিয়েছেন বলে মাটি ব্যবসায়ী হারুন জানান। এদিকে উপজেলা পরিষদের অফিসার্স কোয়াটার মেরামত ও ডরমেটরী ভবন মেরামতের ধোয়া তুলে ১০লাখ করে ২০ লাখ টাকার দুটি প্রকল্প দেখান। অথচ ভবন দুটি মেরামতের নামে শুধু মাত্র রং করে সিংহভাগ টাকা পকেটাস্থ করেছেন বলে অভিযোগ উঠেছে। কাজ গুলি বিশেষ কায়দায় কোটচাঁদপুরের একটি ঠিকাদারী প্রতিষ্টানের নাম ব্যবহার করে নিজেই করছেন বলে অভিযোগ রয়েছে প্রকৌশলীর বিরুদ্ধে। এদিকে কাজের নমুনার ছবি ও দূর্নীতির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় শহরে নানা মূখী আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। বিষয়টি নিয়ে উপজেলার অন্যান্য বিভাগের অধিকাংশ কর্মকর্তা কর্মচারীরা নাম প্রকাশ না করার শর্তে কিছুটা একই সুরে বলেন, এত দূর্নীতি দেখেও আমরা কিছু বলতে পারছিনা। তারা বলেন- সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্মকর্তাসহ দূর্ণীতি দমন ব্যুরোর কর্তা ব্যক্তিদের এ ব্যাপারে দ্রুত তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। 

বিষয়টি নিয়ে উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ কুমার কুণ্ডু এফএনএসকে জানান - বৃষ্টি বাদলের কারণে জুন মাসের মধ্যে উপজেলার কাজ গুলি সম্পূর্ণ করা যায়নি। তবে ৯০ শতাংশ কাজ সম্পূর্ণ করেছি। বাকী কাজ এসপ্তার মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। কাজ গুলি সঠিক নিয়মেই করা হচ্ছে বলে তিনি জানান। এদিকে উপজেলা অভ্যন্তরে ব্যাপক দূর্নীতির প্রতিবাদে কোটচাঁদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন  রোববার সকাল ১১টার স্থানীয় মেইন বাসষ্ট্যান্ড থেকে এক বিক্ষোভ মিছিলবের করে । মিছিলটি কলেজ বাসষ্ট্যান্ডে এসে সমাবেশে মাধ্যমে শেষ হয়। এতে বক্তব্য রাখেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার যুগ্ন সদস্য সচিব  আল শাহরিয়ার ওভিক , কোটচাঁদপুর উপজেলা শাখার সদস্য সচিব ফয়েজ আহমেদ অনিক, মহেশপুর ছাত্র আন্দোলনের আহ্বায়ক রনি আহম্মেদ প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে