রোমানিয়া আমেরিকান ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস অ্যান্ড ইকোনমিক ডিপ্লোম্যাসিক ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে বিরল কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের মুসা আলী পাঠান। তার এই সাফল্যের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েলে পরিবার, আত্নীয় -স্বজন ও সহপাঠীরা তাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান। মুসা আলী পাঠান ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর গোকর্ণ ইউনিয়ন ডিঘর বড় বাড়ির সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, নাসিরনগর ডিঘর বড় বাড়ি বাসিন্দা মৃত বাচ্ছু মিয়ার ছয় ছেলের মধ্যে কনিষ্ঠতম সন্তান মুসা আলী পাঠান। তিনি ২০১৮ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার প্রবল আকাঙ্খা নিয়ে ২০২২ সালে ইউরোপের উদ্দেশে পাড়ি জমান। ২০২২ সালে রোমানিয়া আমেরিকান ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশন অ্যান্ড ইকোনমিক ডিপ্লোম্যাসি বিষয়ে ভর্তি হন এবং ২০২৫ সালে সাফল্যের সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।
পড়াশোনার পাশাপাশি তিনি ম্যাপ ব্রাইট ফিউচার এস আর এল নামে একটি রিক্রুটিং কোম্পানি প্রতি [৬/২৯, ১১:৪৭ চগ] গঁংধ: প্রতিষ্ঠা করেছেন। এই প্রতিষ্ঠান এর মাধ্যমে তিনি বাংলাদেশি শত শত তরুণদের নতুন কর্মসংস্থান এর সুযোগ করে দিচ্ছেন। তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মুসা আলী পাঠান জানান, তিনি তার পড়াশোনা অব্যাহত রাখবেন এবং ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য অধ্যায়ন চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।