দিঘলিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ৩০ জুন, ২০২৫, ০৫:৩৮ পিএম
দিঘলিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দিঘলিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ১০ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় কন্টিনজেন্ট কমান্ডার দিঘলিয়া লেঃ কমান্ডার আব্দুস ছাত্তার প্রধানীয়া, (এল), বিএন (পিনং ৩৪৫০) সহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধ খাঁ বাবলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মুস্তাফিজুর রহমান, এস আই (নিঃ) মোল্লা মোঃ মিজান, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার শামসুন নাহারসহ উপজেলাট ৬ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার ভূমি কর্তৃক বিগত সময়ে সংঘটিত অপরাধ, বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, মোবাইল কোর্ট পরিচালনা, মাদক ব্যবসায়ী এবং মাদকের অপব্যবহার রোধে কর্যকর ব্যবস্থা গ্রহণ, বাজার মনিটরিং, শিক্ষা ব্যবস্থা এবং সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করণসহ বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি সংক্রান্ত আলোচনা করেন বলে জানা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে