লাঙ্গল বাঁধ গড়াই নদীর তীর থেকে ২ গাঁজা গাছ উদ্ধার

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ৩০ জুন, ২০২৫, ০৬:৫১ পিএম
লাঙ্গল বাঁধ গড়াই নদীর তীর থেকে ২ গাঁজা গাছ উদ্ধার

 ঝিনাইদহের শৈলকূপার লাঙ্গল বাঁধ বাজার সংলগ্ন ব্রীজের পাশে গড়াই নদীর তীর থেকে সোমবার দুপুরে  একটি জমি থেকে ২টি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ।  এব্যাপারে  মালিথিয়া (লাঙ্গল বাঁধ)  পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই  তামিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে  জানতে পারে গড়াই নদীর ব্রীজের  পাশে ২টি গাঁজা গাছ  রয়েছে।  সোমবার দুপুরে সেখানে গিয়ে গাঁজা গাছ ২টি কেটে  ক্যাম্পে নিয়ে আসে। তিনি আরো জানান গাঁজা গাছগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে