ফের কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট

এফএনএস আইটি | প্রকাশ: ৪ জুলাই, ২০২৫, ০৮:৪৪ এএম
ফের কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট

একসময় কর্মসংস্থানের এক অপার সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছিল তথ্য-প্রযুক্তি খাত। যেখানে প্রযুক্তির জয়যাত্রা নতুন দিগন্ত উন্মোচন করার কথা ছিল, সেখানে কর্মী ছাঁটাইয়ের অভিশাপ পিছু ছাড়ছে না। কোভিড-১৯ মহামারীর পর থেকে বিশ্বের বহু বিখ্যাত প্রযুক্তি সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিয়েছে। এই তালিকায় অন্যতম প্রধান নাম  মাইক্রোসফট, যারা আকস্মিকভাবে বিপুল সংখ্যক কর্মীকে ছাঁটাই করে চলেছেন। এর আগে চলতি বছরে ৬ হাজার কর্মী ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি। এবারে আরও কয়েক হাজার কর্মী চাকরি হারাতে যাচ্ছেন। বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে প্রতিষ্ঠানটি। কোম্পানিটির মোট কর্মীর প্রায় চার শতাংশ, অর্থাৎ প্রায় ৯ হাজার ১০০ জন কর্মী চাকরি হারাতে পারেন বলে জানা গেছে। ২০২৩ সালের পর এটিই হবে সংস্থাটির সবচেয়ে বড় ছাঁটাই। তবে এখনো ছাঁটাই নিয়ে মাইক্রোসফটের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এবারে চাকরি হারাতে যাওয়া কর্মীদের বড় অংশই মাইক্রোসফটের বিক্রয় বিভাগের (সেলস টিমের) অংশ। অর্থাৎ, বিক্রয় বিভাগের কর্মীদের ওপর দিয়েই ছাঁটাইয়ের ঝড়টা এবার বেশি যাবে বলে জানা গেছে। বর্তমানে বিশ্বজুড়ে মাইক্রোসফটের কর্মীর সংখ্যা প্রায় ২ লাখ ২৪ হাজার। এর আগে ২০২২ সালে দুইবার ও ২০২৩ সালে একবার ছাঁটাই করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে