সরাইলে সাংবাদিকদের সাথে জামায়াতের সভা

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৯ জুলাই, ২০২৫, ০২:২১ পিএম
সরাইলে সাংবাদিকদের সাথে জামায়াতের সভা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন জামায়াতের কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। গত মঙ্গলাবার রাতে সরাইল অন্নদা স্কুল মোড়ের মার্কেটের তৃতীয় তলায় তাদের দলীয় অফিসে ওই সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর মো. এনাম খাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে সূরার সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমীর মাওলানা মো. মোবারক হোসাইন। সাধারণ সম্পাদক মো. নুরূজ্জামান জাবেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সরাইল উপজেলা জামায়াতের সাবেক আমীর ব্রাহ্মণবাড়িয়া জেলা ড্রাগিষ্ট এন্ড ক্যামিষ্ট সমিতির সভাপতি মাওলানা কুতুব উদ্দিন, জেলা জামায়াতের অফিস সেক্রেটারী এডভোকেট মনিরূজ্জামান, আইন ও মিডিয়া বিষয়ক সম্পাদক মো. রোকন উদ্দিন প্রমূখ। এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সরাইল সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী খন্দকার বরকত উল্লাহ মিন্টু। সরাইলের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের উদ্যেশ্যে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে জামায়াতের মনোনয়ন প্রাপ্ত  মোবারক হোসাইন ও অন্য বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল। দলের সকল সদস্য সৎ ও ন্যায়পরায়ণ। এক সময় সরকারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই জন মন্ত্রী দায়িত্ব পালন করেছেন। যাদের বিরূদ্ধে দূর্নীতির লেশ মাত্র ছিল না। তারা রাষ্ট্র পরিচালনায় সততা ও ন্যায়পরায়ণতার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। এতে প্রমাণিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করে দেশ পরিচালনা করলে ন্যায় নীতি প্রতিষ্ঠিত হবে। অথচ গত ১৭ বছর দলটির নেতা কর্মীরা ফ্যাসিস্ট সরকারের জেল জুলুম নির্যাতনের যাতাকলে নিস্পেশিত হয়েছেন। তেমনি ভাবে জাতীর বিবেক খ্যাত সাংবাদিকরাও হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। ছাত্র জনতার ঐক্যবদ্ধ জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। সাংবাদিকদের লেখনিতে সত্য ওঠে আসে। জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারলে জাতীর আয়না ও বিবেক সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা দিবে। তাই আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশের ৩০০ আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামী একক প্রার্থী দিবেন। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।

আপনার জেলার সংবাদ পড়তে