সরাইলে গ্রামীণ সংস্কৃতি ঐতিহ্যবাহী লাঠি খেলা

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১১ জুলাই, ২০২৫, ০৭:১৩ পিএম
সরাইলে গ্রামীণ সংস্কৃতি ঐতিহ্যবাহী লাঠি খেলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রাচীন সংস্কৃতি ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা পশ্চিম পাড়ায় এই খেলা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে হারিয়ে যাওয়া লাঠি খেলা দেখার জন্য দেখার জন্য বিভিন্ন বয়সের লোকজন ভীড় জমায়। শিশু কিশোর ও যুবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনেক যুবক কিশোর কিশোরীকে টিনের ঘরে চাল ও পাকা ভবনের ছাদে উঠে আকর্ষণীয় লাঠি খেলা উপভোগ করতে দেখা গেছে। আয়োজকরা জানায়, খেলায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা ও সরাইল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট নুরূজ্জামান লস্কর তপু। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, বিএনপি নেতা মো. কাঞ্চন মিয়া, উপজেলা যুবদল নেতা মো. নুরূল আমীন মাষ্টারসহ আরো অনেকে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের আয়োজনে ও আন্তরিক সহযোগিতায় ঐতিহ্যবাহী লাঠি খেলাটি দারূন ভাবে জমে উঠেছিল। সবশেষে বিভিন্ন ক্যাটাগরিতে খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

আপনার জেলার সংবাদ পড়তে