‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, খেলাধূলাকে হ্যাঁ বলি মাদককে না বলি’ এই প্রতিপাদ্যকে সামনে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শুরূ হয়েছে ফুটবল প্রতিযোগিতা। গতকাল শুক্রবার বিকেলে কুট্রাপাড়ায় উপজেলা মিনি স্টেডিয়ামে লায়ন্স ক্লাব আয়োজিত ‘সুপার কাপ-২০২৫’ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন। জেলা বিএনপি’র কার্যনির্বাহী সদস্য ও সরাইল উপজেলা বিএনপি’র সাবেক সম্পাদক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধন পূর্ব সভায় বিশেষ অতিথি ছিলেন- সরাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সম্পাদক মো. আব্দুল জব্বার, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এস.এম ফরিদ। এছাড়াও কুট্রাপাড়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্ধোধনের আগে প্রতিযোগিতার আয়োজকবৃন্দ ও কুট্রাপাড়া গ্রামের লোকজন নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে মাঠে নেমে লীগ পদ্ধতির এই প্রতিযোগিতায় ভৈরব একাদশ ও বিজয়নগরের হাদরাইল একাদশের খেলার উদ্ধোধন করে অতিথিবৃন্দ। প্রসঙ্গত: এই প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশ গ্রহন করবে।