বিরলে শিক্ষক সমিতির নব নির্বাচিত কমিটির পরিচিতি ও সভা

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৫, ০৭:৫১ পিএম
বিরলে শিক্ষক সমিতির নব নির্বাচিত কমিটির পরিচিতি ও সভা

বে-সরকারি শিক্ষক ও কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতি, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি ও বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন বিরল উপজেলা শাখা কর্তৃক আয়োজিত নবনির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিরল আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নবনির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভায় বিরল উপজেলা শাখা বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক আনিসুজ্জামান মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মঞ্জুরুল ইসলাম।

বিরল উপজেলা শাখা বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক নাজমুল ইসলাম ও দিনাজপুর জেলা শাখার বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব মাহমুদুল হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, দিনাজপুর জেলা শাখার শিক্ষক কর্মচারী ঐক্যজোট এর সাধারন সম্পাদক আব্দুর রহিম, দিনাজপুর জেলা শাখার বাংলাদেশ শিক্ষক সমিতি সভাপতি শহিদুল ইসলাম, দিনাজপুর জেলা শাখার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির আহবায়ক মিজানুর রহমান, দিনাজপুর জেলা শাখার বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য ফেডারেশন সভাপতি ইসাহাক আলী, দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোজাহারুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, বিরল উপজেলা শাখা বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি সিনিয়ক প্রভাষক মিজানুর রহমান, বিরল উপজেলা শাখা বাংলাদেশ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক এ, কে, এম ইকরামুল হক, কোষাধ্যক্ষ ওয়াহেদুজ্জামান, বিরল উপজেলা শাখা মাদ্রাসা শিক্ষক সমিতির সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফাইজুর রহমান প্রমুখও।


আপনার জেলার সংবাদ পড়তে