নাটোরের সিংড়ার চলনবিলের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় অভিযান পরিচালনা করে চার লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে দিয়েছে প্রশাসন। সোমবার দিনব্যাপি উপজেলার সিধাখালী ও রাণীনগর খালে অভিযান পরিচালনা করে শতাধিক চায়না দুয়ারি জাল জব্দ করে মৎস্য অধিদপ্তর। পরে জালগুলো উপজেলার কোর্ট মাঠে পুড়িয়ে দেয়া হয়।
অভিযানে রাণীনগর গ্রামের রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করেন ভাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন প্রমূখ।
এদিকে প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি।