বদলির চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় বরখাস্ত আরও ৩

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১৭ জুলাই, ২০২৫, ০৬:০২ পিএম
বদলির চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় বরখাস্ত আরও ৩

বদলির চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় আজ বৃহস্পতিবার আরও তিনজন কর পরিদর্শককে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান পৃথক তিনটি আদেশ সই করেন। 

এ নিয়ে গত কয়েক দিনে সব মিলিয়ে ২৭ জন কর কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হলো।

বরখাস্ত হওয়া তিন জন হলেন,  আয়কর, গোয়েন্দা ও তদন্ত ইউনিটের আবদুল্লাহ আল মামুন; কর অঞ্চল-৬-এর কর পরিদর্শক রুহুল আমিন এবং কর অঞ্চল-২-এর কর পরিদর্শক লোকমান আহমেদ।

বরখাস্তের আদেশে বলা হয়েছে, পাঁচজন উপ-কর কমিশনারের বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় এবং এর মাধ্যমে বদলি আদেশ অমান্যকারীদের সমর্থন করায় তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুসারে তাদের এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগপূর্বক সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। তারা সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

গত মাসে এনবিআরে আন্দোলনের জেরে কয়েক দিন ধরে এনবিআরের বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্ত করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে