ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জুলাই-আগষ্ট গণ-অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় সরকারি ডিগ্রি কলেজ গেইট সংলগ্ন চেয়ারম্যান মার্কেট চত্বরে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নাসিরনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাজহারুল করীমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান ।বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নাসিরনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ উল্লাহ আশরাফীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী । সভায় জুলাই আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান শহীদ ও আহতদের স্মরণে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম,নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপি সভাপতি সৈয়দ মোঃ আবু সারোয়ার, সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক,ফান্দাউক ইউনিয়ন বিএনপি সভাপতি সফিকুল ইসলাম,হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তিতন ফকির, চাতলপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব খাঁ,উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এমরান মিয়াসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের সভাপতি, সাধারন সম্পাদক ও নেতৃবৃন্দ।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহত ব্যক্তিদের সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেনবাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নাসিরনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাজহারুল করীম।