গোপালগঞ্জে কারফিউ বাড়িয়ে শনিবার ভোর পর্যন্ত বহাল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৮ জুলাই, ২০২৫, ০৬:২০ পিএম
গোপালগঞ্জে কারফিউ বাড়িয়ে শনিবার ভোর পর্যন্ত বহাল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষ, ভাঙচুর ও প্রাণহানির ঘটনার পর টানা তৃতীয় দিনের মতো জেলায় কারফিউ জারি রয়েছে। শুক্রবার (১৮ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে কারফিউর সময় আরও ১২ ঘণ্টা বাড়িয়ে শনিবার (১৯ জুলাই) ভোর ৬টা পর্যন্ত করা হয়েছে।

এর আগে দ্বিতীয় দফায় বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত কারফিউ বহাল রাখা হয়। এরপর দু’ঘণ্টা বিরতি দিয়ে আবারও দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ কার্যকর ছিল। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরদিন শনিবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

প্রসঙ্গত, গত বুধবার (১৬ জুলাই) এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে। পদযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার পর শুরু হয় ব্যাপক সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুর। এতে পাঁচজন নিহত হন এবং আহত হন অনেকে। ঘটনার পর দিন রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৬টা পর্যন্ত পুরো জেলায় প্রথম দফায় কারফিউ জারি করা হয়।

শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকেই শহরের রাস্তাঘাটে জনসাধারণের উপস্থিতি ছিল কম। অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। যদিও কাঁচাবাজার ও কিছু পাইকারি দোকানে সীমিত সংখ্যক ক্রেতা দেখা গেছে। শ্রমজীবী মানুষ, দিনমজুর ও ভ্যানচালকদের কেউ কেউ জীবিকার তাগিদে রাস্তায় বের হলেও পরিবেশ ছিল বেশ থমথমে।

তবে একাধিক সংবাদসূত্রে বলা হয়েছে, শুক্রবার সকালে শহরের বিভিন্ন রাস্তায় এবং গুরুত্বপূর্ণ মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল পূর্বের তুলনায় কিছুটা শিথিল মনে হয়েছে। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, যদিও সাময়িক স্বস্তি মিলছে, তবে পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে মনে হচ্ছে না।

এদিকে, দিনব্যাপী কারফিউর মাঝেও শুক্রবার আন্তঃজেলা বাস চলাচল আংশিকভাবে শুরু হয়। ফলে বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার সড়কে মানুষজনের উপস্থিতি কিছুটা বেশি লক্ষ্য করা গেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজনে কারফিউ আরও বাড়ানো হতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে