অনিয়মের প্রতিবাদ করায় প্রধানশিক্ষককে বদলি

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৪, ০২:৪০ এএম
অনিয়মের প্রতিবাদ করায় প্রধানশিক্ষককে বদলি

স্কুল চলাকালীন সময়ে সহকারী শিক্ষিকাদের নানা অনিয়মের প্রতিবাদ করায় প্রতিবাদকারী প্রধানশিক্ষিকাকে উল্টো বদলি করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদকারী প্রধানশিক্ষিকার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে শুক্রবার সকালে মানববন্ধন করেছে শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার হরিসেনা প্রাথমিক বিদ্যালয়ের। উপজেলা চত্বরে মানববন্ধন চলাকালীণ সময় অভিভাবকরা অভিযোগ করে বলেন, হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দীর্ঘদিন থেকে স্কুলে দেরী করে আসাসহ নানা অনিয়ম করে আসছিলেন। সহকারী শিক্ষকদের অনিয়মের বিষয়টি তুলে ধরে গত ১০ জুলাই উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবেদন করেন এলাকাবাসী। তারা আরও বলেন, অনিয়মকারী সহকারী শিক্ষকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের যোগসাজসে উল্টো প্রধানশিক্ষিকা নিপা রানী পালকে বদলী করা হয়েছে। যা কোনভাবেই কাম্য নয়। তাই প্রধানশিক্ষিকার বদলী আদেশ প্রত্যাহারের দাবিসহ অনিয়মকারী সহকারী শিক্ষকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন করে। শেষে উল্লেখিত দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম বলেন, প্রধানশিক্ষিকার বদলীর বিষয়ে তাদের কোন যোগসাজস নেই। তাছাড়া এলাকাবাসী পূর্বে যে অভিযোগ করেছিলেন তা তদন্ত করে জেলা শিক্ষা অফিসে রিপোর্ট পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান বলেন, শিক্ষার্থীদের অভিভাবক ও গ্রামবাসীর লিখিত আবেদন পেয়ে বিষয়টি তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে