জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কেন্দ্র করে সহিংস পরিস্থিতির পর গোপালগঞ্জ জেলায় জারি করা কারফিউ আংশিকভাবে শিথিল করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান। শুক্রবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে তিনি এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে এবং সংশ্লিষ্ট বাহিনীগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে কারফিউ অব্যাহত থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
কারফিউ শিথিলের সুযোগে রাস্তাঘাট ও বাজারে লোকসমাগম বাড়লেও সাধারণ মানুষের মধ্যে এখনও গ্রেপ্তারের আতঙ্ক রয়েছে। আজ শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শহরের অধিকাংশ মার্কেট বন্ধ থাকলেও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে দোকানে ভিড় করছে মানুষ।
এর আগে, বুধবার (১৬ জুলাই) এনসিপির পূর্বঘোষিত কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জে শুরু হয় উত্তেজনা। সমাবেশ শুরুর আগেই শহরের বিভিন্ন এলাকায় হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এদিন টানা পাঁচ ঘণ্টার সংঘর্ষে চারজন নিহত হন। পরে আহতদের মধ্য থেকে আরও একজন বৃহস্পতিবার রাতে মারা যান।
এই পরিস্থিতিতে জেলা প্রশাসন প্রথমে বুধবার সন্ধ্যা ছয়টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ জারি করে। পরিস্থিতির অবনতি হওয়ায় কারফিউর সময় কয়েক দফা বাড়ানো হয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় দ্বিতীয় দফায় কারফিউ বাড়িয়ে শুক্রবার দুপুর ১১টা পর্যন্ত কার্যকর রাখা হয়। এরপর তিন ঘণ্টার বিরতি দিয়ে আবার শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নতুন করে কারফিউ জারি হয়।
শুক্রবার (১৮ জুলাই) রাত ১১টায় জেলা প্রশাসক সর্বশেষ ঘোষণায় জানান, শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। তবে পরিস্থিতির স্থিতিশীলতা বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে। প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের টহল অব্যাহত রয়েছে।
গোপালগঞ্জ শহরে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। মানুষ বাইরে বের হলেও চোখেমুখে উদ্বেগ স্পষ্ট। এনসিপির কেন্দ্রীয় নেতারা এখনো এলাকায় ঢুকতে পারেননি। হামলা ও নিহতদের বিষয়েও প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তদন্ত কমিটি ঘোষণা করা হয়নি।