রাষ্ট্রকাঠামো পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে: বদিউল আলম

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৯ জুলাই, ২০২৫, ০৫:৪১ পিএম
রাষ্ট্রকাঠামো পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে: বদিউল আলম

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রকাঠামো পরিবর্তনের একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এখন যে দাবি উঠেছে, এখন জনগণ কি চায়, যাতে তাদের মতামত প্রতিফলিত হতে পারে সেজন্য তাদের কথা শোনার চেষ্টা করছি। যে কারণে পরিবর্তন এবং নাগরিকদের প্রত্যাশা কি তা তুলে ধরতেই সংলাপের আয়োজন।

জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা নিয়ে শনিবার (১৯ জুলাই) নাগরিক সংলাপ অনুষ্ঠানে এসব কথা বলেছেন সুজনের সম্পাদক। সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে বরিশাল নগরীর বিডিএস মিলনায়তনে বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে আগত সুজনের সদস্যদের অংশগ্রহণে এ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে