রংপুরের পীরগাছায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল রোববার বিকেলে পীরগাছা রেল স্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে এ সাজা প্রদান করেন পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মোঃ রাসেল।
সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার চন্ডিপুর গ্রামের মনজু মিয়া (৪৫), রেল স্টেশন এলাকার মোক্তার হোসেন (৭০) ও শহিদুল ইসলাম (৩৬)। তারা সকলে মাদকসেবী বলে জানা গেছে। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের পরিদর্শক এলতাস উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তদের আটক করে। তাদের নিকট চার পুড়িয়া গাঁজা এবং সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো: রাসেল বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। কোন ছাড় নেই।