নতুন কোন বৃদ্ধি না করে পটুয়াখালীর কলাপাড়া পৌরসভায় ২৫ কোটি ৯৯ লাং টাকার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় কলাপাড়া পৌর অডিটোরিয়ামে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম।
কলাপাড়া পৌরসভার আয়োজনে বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা আবদুল কাইয়ুম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা কমিটির সহসভাপতি জেড এম কাওসার, প্রেসক্লাব সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু প্রমুখ।
বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৬ কোটি ৭২ লাখ টাকা। উন্নয়ন কাজে বরাদ্দ করা হয়েছে ৪ কোটি ১০ লাখ টাকা। অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৫ কোটি টাকা, নগর উন্নয়ন প্রকল্পে ৫ কোটি টাকা। বাজেটে ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, বর্তমানে দেশের বেকারত্ব বেড়েছে। বিদেশি সহায়তা বন্ধ হয়ে গেছে। ৭০ টিরও বেশি কারখানা বন্ধ হয়ে গেছে। আগামীতে বিএনপি সরকার এলে এ পরিস্থিতি থাকবে না। মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। বেকারত্ব দূর হবে এবং দেশে পরিকল্পিত উন্নয়ন হবে।