অভয়নগরে কয়লার স্তূপ অপসারণের দাবিতে মানববন্ধন

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ২৩ জুলাই, ২০২৫, ০৭:৫৩ পিএম
অভয়নগরে কয়লার স্তূপ অপসারণের দাবিতে মানববন্ধন

যশোরের অভয়নগর উপজেলার কয়লা ব্যবসায়ীরা নিয়মনীতির তোয়াক্কা না করে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ও আবাসিক এলাকায় কয়লার স্তূপ (ড্যাম্প) করা হয়েছে। স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হচ্ছে শিক্ষার্থীসহ এলাকাবাসী। দূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন প্রজাতীর গাছ। দ্রুত সময়ের মধ্যে কয়লার স্তূপ অপসারণের দাবি জানিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। 

 বুধবার (২৩ জুলাই) ১১ টায় উপজেলার মহাকাল গ্রামে আলীপূর দারুল কোরআন মাদরাসার আয়োজনে যশোর-খুলনা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, নওয়াপাড়া পীরবাড়ী শাহী জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম হোসাইন, আলীপূর দারুল কোরআন মাদরাসার মুহতামিম হাফেজ ইকরামুল হোসেন, শিক্ষক মাওলানা আব্দুল মতিন, মোশারফ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, চেঙ্গুটিয়া আলীপূর গ্রামে মাদরাসার পাশে ও আবাসিক এলাকায় পাহাড় সমান কয়লার স্তূপ করা হয়েছে। ফলে সৃষ্টি হচ্ছে দূষণ, স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে শিশু থেকে বৃদ্ধরা। এ ধরণের অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্তির আশায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। আজ মানববন্ধনের মাধ্যমে কয়লার স্তূপ অপসারণের জোর দাবি করা হয়েছে।  

এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। স্থানীয় কয়লা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে