গফরগাঁওয়ে ব্যবসায়ীদের সঙ্গে জামায়াতের মতবিনিময়

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৪, ০৫:৫৪ এএম
গফরগাঁওয়ে ব্যবসায়ীদের সঙ্গে জামায়াতের মতবিনিময়

ময়মনসিংহের গফরগাঁও বাজারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং নিরাপদ ও সুন্দর ব্যবসায়ীক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা শাখার উদ্যোগে গত বৃহস্পতিবার রাতে দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ফজলুল হক। গফরগাঁও পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তানভীর আহমদ খলিলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হারুন অর রশিদ, বাবুল হোসেন, মোঃ শাহজাহান, এমদাদুল হক, মোঃ বাবুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম, উলামা বিভাগের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, পৌর জামায়াতের সভাপতি মাওলানা মোজাম্মেল হক শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে