দৌলতখানে দুর্নীতি দমন কমিশনের বিতর্ক প্রতিযোগিতা

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫, ০৫:১৭ পিএম
দৌলতখানে দুর্নীতি দমন কমিশনের বিতর্ক প্রতিযোগিতা

ভোলার দৌলতখানে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায়  বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ (দুপক)  কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল মাওলা ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরী, দৌলতখান  সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মনিরুল আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অশিত  রঞ্জন দাস প্রমুখ। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের প্রভাষক আব্দুল খালেক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান,  উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রিনা বেগম, জয়নাল আবেদীন ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল নোমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নাজমা বেগম নাজু প্রমুখ। অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতায় দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়, দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জয়নাল আবেদিন মাধ্যমিক বিদ্যালয়, সুকদেব মদনমোহন মাধ্যমিক বিদ্যালয়, চরপাতা  মাধ্যমিক বিদ্যালয় ও খাদিজা খানম মাধ্যমিক বিদ্যালয়সহ ৭ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে বিজ্ঞ বিচারকদের দেয়া ফলাফল  অনুযায়ী জয়নাল আবদিন মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও দৌলতখান বালিকা উচ্চ বিদ্যালয়কে রানার্সআপ ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকাল শিক্ষার্থীদের কে ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয় ।  

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জয়নাল আবেদীন মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক জাকির হোসেন  মিলন। 

আপনার জেলার সংবাদ পড়তে