বিরলে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫, ০৬:০২ পিএম
বিরলে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় অংশগ্রহণ এর সুযোগ না রাখায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহষ্পতিবার দুপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি (বিকেএস) বিরল উপজেলা শাখার আয়োজনে স্থানীয়শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতি জাহেদা পারভীন মালা, সাধারণ সম্পাদক নুরল ইসলাম, সহ সভাপতি শামীম রেজা, সাজ্জাদ হোসেন, কোষাধ্যক্ষ হেলাল হোসেন, বিদ্যোৎসাহী আবু রায়হান, মহিলা বিষয়ক সম্পাদক কল্পনা রানী, সদস্য সুমি আকতার, ইয়াকুব আলী প্রমূখ বক্তব্য রাখেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা এর মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। 

কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে সারাদেশের বিভিন্ন স্থানের ন্যায় বিরলেও এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালিত হয়। মূলত, ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটি পরিপত্র জারি করে জানানো হয় যে, শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। এই সিদ্ধান্তের কারণে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা এই পরীক্ষা থেকে বাদ পরে যাওয়ায় বিভিন্ন জেলা ও উপজেলায় কিন্ডারগার্টেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন এবং শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে আন্দোলন করছেন। 

আপনার জেলার সংবাদ পড়তে